সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মমতার ক্ষোভ

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৫ হাজার শিক্ষক ও স্কুলকর্মীর নিয়োগ বাতিল হওয়ার পর এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বরখাস্ত হওয়া শিক্ষকদের এক সভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে তোমাদের চাকরি কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

ওই রায় অনুযায়ী, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক ও কর্মী নিয়োগ হয়েছিল, তাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ক্ষমতাসীন দল বিজেপি ও সিপিএম চক্রান্ত করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তিনি জানান, রাজ্য সরকার এ রায়ের বিরুদ্ধে ব্যাখ্যা চেয়ে একটি রিভিউ পিটিশন দায়ের করবে। এনডিটিভি।