সুপ্রিম কোর্টে ২৭ আইনজীবী হলেন সিনিয়র অ্যাডভোকেট

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের ২৭ আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো.মিফতাহ উদ্দিন চৌধুরী, মো.আসাদুজ্জামান, একেএম ফজলুল হক খান ফরিদ, মো. রুহুল কুদ্দুস, শাহ মঞ্জুরুল হক, জেড আই খান পান্নাসহ ২৭ জন। এর আগে সুপ্রিম কোর্টের ২৫৯ আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সোমবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।
স্মারকে বলা হয়, বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ৯ সেপ্টেম্বরের সভায় ২৫৯ আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৩০১ জনের তালিকাভুক্তির আবেদন মুলতবি রাখা হয়।