সুষ্ঠু নির্বাচনের জন্য বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিদেশি কোনো চাপে নেই। তবে নিজেদের মধ্যেই সুষ্ঠু নির্বাচন করার চাপ আছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই—এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।’

নির্বাচনী কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি আরও বলেন, ‌‘জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।’
যুক্তরাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।’