সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

বিনোদন ডেস্ক:

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা। সাপের অভয়ারণ্য তার পুরো বাড়িতে। এক এক করে পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার সংগ্রহে। আর তা দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সুন্দরী নায়িকারা। এতে সৃজিতও বেশ খুশি। তার পাঁচ প্রজাতির সাপ নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন।

সাপে যত ভয়ই জাগুক না কেন, সেই ভয়ের মধ্যেও যে গা শিরশিরে একটা ব্যাপার রয়েছে সেটা উপভোগ করেন অনেকে। আপাতত পরিচালকের বাড়িতে পাইথন (উলুপী), হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনীর দেখা মিলছে।

সৃজিতের সংগ্রহ দেখতে সদ্য তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পোশাক পরিকল্পক সাবর্ণী দাস। তারও সাপ পোষার খুব শখ। বাড়িতে সাপ এনেও তিন সপ্তাহের বেশি রাখতে পারেননি তিনি।

তবে বিষয়টিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করে সৃজিত সমালোচকরা বলছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশে নানা কাজে ব্যস্ত। গবেষণার কাজে বিদেশ পাড়ি দিতে হয় প্রায়ই। মেয়ে আইরাও মায়ের সঙ্গে থাকে। ফলে, শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন। অন্যদিকে সাপের কল্যাণে বাড়িতে নায়িকাদের ঢলও দেখা যাচ্ছে ভালোই।