সেইলরে শিশুর ঈদ পোশাক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

ফ্যাশন ব্র্যান্ড সেইলর এবারের ঈদে শিশু ও নবজাতকের পোশাক কালেকশনে এনেছে নতুনত্ব। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাক ঈদে যেমন মানানসই তেমনি আবহাওয়া উপযোগী।

ফ্যামিলি কালেকশন এবং সিবলিং কালেকশনের সঙ্গে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে শিশুদের জন্যও রয়েছে পোশাক। থ্রি-পিস, টু-পিস, কুর্তি, ঘাগরা চোলিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফেব্রিক।

সেইলরের কমফোর্টেবল ভিসকস ফেব্রিক, রেয়ন, রেয়ন জ্যাকার্ড, সেইলর ক্রাফটেড ব্লেন্ডেড কালেকশনের শর্ট টপস, পাঞ্জাবি ও আধুনিক প্যাটার্নের শার্ট তো থাকছেই।
ঈদে পার্টিসাজে সাজাতে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক ও টিনএজদের জন্য পার্টি স্যুটের কালেকশন রয়েছে ব্র্যান্ডটিতে। এছাড়াও ডেকোরেটিভ নেট, প্রিন্টেড কটন সাটিন, সেইলর প্রিমিয়াম জ্যাকার্ড, কটন রেয়ন জ্যাকার্ড, সেইলর গ্রিড লাক্সারিয়াস, সেইলর লুম জ্যাকার্ড, সেইলর মিলাঞ্জ ব্লেন্ড ব্লিস, থ্রিডি এপ্লিক ফ্লাওয়ার নেট এবং সিকুয়েন্স নেট ফেব্রিক পার্টি কালেকশন, যুক্ত করেছে নতুন মাত্রা । পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া কেনা যাবে অনলাইন থেকে।