সেই নারী পুলিশকে মারধরের ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক আটক

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সাভার প্রতিনিধি:

সাভারে নারী পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক সোহেল বাবুকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আহত পুলিশ কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি পরিবার নিয়ে সাভার মডেল থানার কোয়ার্টারে থাকেন।

 

আটককৃত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ব্যক্তিগত গাড়ি চালক । তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, ওই নারী কনস্টেবল গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন। রোববার দুপুরে ওই নারী পুলিশ কনস্টেবল সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তিনি সাভার মডেল থানার সামনে থেকে রিকশাযোগে থানা স্টান্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে। তখন ওই প্রাইভেটকার চালক উত্তেজিত হয়ে পড়েন। এর এক পর্যায়ে ওই পুলিশ কনস্টেবল নিজের পরিচয় দিয়ে গাড়ি চালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়ি চালক লোহার রড় বের করে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা অভিযুক্ত সোহেল বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।