সেঞ্চুরি তুলে তানজিদ তামিমের স্বস্তি

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ডিপিএলের প্রথম পর্বের খেলা চলছে মিরপুরে ও সাভারের বিকেএসপিতে। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দুটি ম্যাচের চারটি দলই কিছুটা বাড়তি চাপ নিয়ে দিন শুরু করে। রাজধানীর প্রাণকেন্দ্রে থাকেন ক্রিকেটাররা। সেখান থেকে সাভার গিয়ে ম্যাচে অংশ নেওয়ার ধকল থাকে প্রত্যেকের চোখে-মুখে। তবু ভালো কিছু করতে পারলে আনন্দেরও সীমা থাকে না।

গতকাল এই আনন্দে ভেসেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার তানজিদ হাসান তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে সেঞ্চুরি তুলে দলকে জিতিয়েছেন তিনি। এবারের আসরে এটিই তানজিদের প্রথম সেঞ্চুরি।

চলতি ডিপিএলের প্রথম পর্বের চতুর্থ রাউন্ড পর্যন্ত টেবিলের শীর্ষে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর দলটি দুটি হারের সাক্ষী হয়, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাতে সুপার সিক্সের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ে দলটি। তবে হাল ছাড়েননি দলটির ক্রিকেটাররা। পরপর দুই জয় দিয়ে আবারও সেরা ছয়ে জায়গা করে নিয়েছে রূপগঞ্জ। গতকালের জয়ের পর পাঁচ নম্বরে উঠে এসেছেন সোহেল ইসলামের শিষ্যরা। বাকি দুই ম্যাচে ভালো কিছু করতে পারলে পরের পর্বে খেলতে পারবে দলটি।

গতকাল বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন-অগ্রণী ম্যাচের প্রথম ইনিংস যখন শেষ হয়েছে, তখন পাশে তিন নম্বর মাঠে পারটেক্স-রূপগঞ্জ ম্যাচ প্রায় শেষের দিকে। অগ্রণী যখন ব্যাটিংয়ে নেমেছে তখন পাশের মাঠে তানজিদ তামিম অপেক্ষা করছিলেন সেঞ্চুরির জন্য।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে পারটেক্স। ১৩০ রানের লক্ষ্যে নেমে কোনো ব্যাটার সেঞ্চুরি করবেন, সেটি ভাবতেও অসম্ভব মনে হতে পারে। কিন্তু বাস্তবে তেমনটিই করে দেখিয়েছেন জুনিয়র তামিম। তাকে সেঞ্চুরি করতে সহায়তা করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের আরেক ওপেনার ও অধিনায়ক সাইফ হাসান। তিনি কেবল সিঙ্গেল রান নিয়ে তামিমকে বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগই ভালোভাবে কাজে লাগিয়েছেন তামিম। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০৩ রান করে অপরাজিত থেকেছেন। তার ঝোড়ো ইনিংসের কল্যাণে দলও ভালো রানরেট পেয়েছে।

ম্যাচ শেষে সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানজিদ তামিম। তিনি বলেছেন, ‘সব ম্যাচেই ইতিবাচক খেলার মানসিকতা থাকে। এখন নতুনভাবে চেষ্টা করছি ভালো শুরু পেলে কীভাবে সেটিকে বড় করা যায়।’

এদিকে ব্রাদার্স-অগ্রণী ম্যাচে চার উইকেটে জয় পেয়েছে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৩৮ রান করে ব্রাদার্স। জবাবে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় অগ্রণী। এই জয়ে অগ্রণী সুপার সিক্সের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল।