সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির প্রবেশপথ-সংলগ্ন নোয়াখালীর বসুরহাট-দাগনভূঞা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০২ আগস্ট) ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল ও কার্তুজ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত ২ থেকে ৩ জন ব্যক্তি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, মেয়র কাদের মির্জার সহধর্মিণী আক্তার জাহান বকুলের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল, একটি শর্টগানের কার্তুজ ও একটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়।