বিনোদন ডেস্ক:
মানবজনম যেন গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প অপ্রকাশিত; হৃদয়ের গহিনে জমা থাকে, যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা না-বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ফরিদুল ইসলামের বই ‘সে শুধু আড়ালে থাকে’। অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ বিজয়ী বইটির প্রতিটি গল্প জীবনের সঙ্গে মিলে যাবে। মনে হবে এ তো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যতের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাওয়ার অপেক্ষা, না পাওয়ার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রণ, নিঃসঙ্গতার সঙ্গে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা– অসংখ্য বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। ১২টি গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত।
বইটি সম্পর্কে লেখক ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘আমার লেখা সবচেয়ে প্রিয় গল্পের তালিকা এই বইয়ে রয়েছে। গল্পগুলো বেশ চমকপ্রদ হবে পাঠকের কাছে। আমার মনে হয়, পাঠক একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আগ্রহ থাকবে। প্রতিটি গল্প ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।’
তৌহিন হাসানের প্রচ্ছদে গ্রন্থটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। বইটির বিনিময় মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। লেখক বইটি উৎসর্গ করেছেন কবি জুন্নুরাইনকে।
ফরিদুল ইসলাম নির্জন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। সরকারি বাঙলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে আইসিএমএবিতে সিএমএ কোর্সে অধ্যয়নরত। শৈশব থেকেই পড়ার প্রতি তুমুল আগ্রহ, সেই আগ্রহ থেকেই নিয়মিত লিখতে থাকেন। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশি-বিদেশি অনলাইনে সরব রয়েছেন। লেখালেখির হাতেখড়ি কবিতা হলেও বর্তমানে কথাসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন। বর্তমানে দৈনিক সমকালের পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ’ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে প্রকাশিত সাহিত্যবিষয়ক কাগজ ‘সুহৃদ বন্ধন’ সম্পাদনা করেছেন।
দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১, বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গ্রন্থ সম্মাননা-২০২২, বাসপ সাহিত্য পুরস্কার-২০২৩ সহ নানা পুরস্কার পেয়েছেন। এখন পর্যন্ত লেখকের প্রকাশিত গ্রন্থগুলো হলো– শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্য গল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’ এবং উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’, ‘আপনজন’ ও জীবনবিলাস’।
সুহৃদ, ঢাকা