বিনোদন ডেস্ক:
অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া মূলত নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতোমধ্যেই মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকতেও দেখা যায় তাকে। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি টয়া ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে অনবদ্য লুকে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’
ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছেন। নীল রঙের প্রিন্টেড লং স্লিভ মেক্সিতে বেশ মানিয়েছে তাকে।
এদিকে টয়ার এ রূপ দেখে ভক্তরাও মুগ্ধ।
এলোমেলো চুল ও রোদের ঝিলিকসহ অভিনেত্রীর মিষ্টি হাসি যেন আরও আকর্ষণীয় করে তুলেছে।