নিজস্ব প্রতিবেদক:
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে সমাবেশ হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে আসেন। জামায়াতের আমির সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছালে শ্রদ্ধা জানিয়ে তার হাতে চুুম্বন করেন উপস্থিত এক ব্যক্তি। ভিড়ের মধ্যে জামায়াত আমিরের সেই অনুরাগীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
সমাবেশে অন্যান্য রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, পেশাজীবী, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতারাও অংশ নিয়েছেন।
অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করছেন মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।