সৌদিতে প্রবাসীকে অপহরণ করে টাকা আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে রাসেল নামে এক বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন আকরাম (৩৩), ইসমাঈল হোসেন (৩৪) ও মজিব রহমান নিলয় (২৬)। মুক্তিপণ হিসেবে আদায় করা ৩৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে।

গতকাল খিলগাঁও থানা পুলিশ জানায়, রাসেল সৌদি প্রবাসী ব্যবসায়ী। গত ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন দিয়ে ব্যবসার কথা বলে দেশটির একটি জায়গায় যেতে বলে অপহরণকারী চক্র। সেখানে যাওয়ার পর তাঁকে অপহরণ করা হয়। চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে চক্রের সদস্যরা। এর পর পরিবারের কাছ থেকে চক্রটির দেশে থাকা সদস্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা আদায় করে। টাকা পাওয়ার পর অপহরণকারী চক্রটি রাসেলকে সৌদি আরবের রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর কামরুল ইসলাম বাদী হয়ে ২১ জানুয়ারি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।