স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষকের

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. খলিলুর রহমান নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষক উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া নামক এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সকালে তিনি মোটরসাইকেলে নিজ কর্মস্থল আমতলী উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্য রওনা করেন। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।