‘স্ট্যাটাসেই যদি সব হয়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক:
আগামীকালই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে টেস্ট সংক্রান্ত আলোচনাই হওয়ার কথা। কিন্তু টেস্ট ছাপিয়ে এখন আলোচনায় সাকিব। নিজের বিদায়ী টেস্টে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেনন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্র্বতীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষেই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। এবার সাকিব ইস্যুতে কথা বললেন সতীর্থ ক্রিকেটার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গণহারে মামলার ভিড়ে সাকিবকেও একটি হত্যা মামলার আসামী করা হয়। এর প্রতিবাদে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফেসবুকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এবার সাকিবকে ফিরতে না দেয়ায় ফেসবুকে এমন সোচ্চার দেখা যায়নি তাদের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়, এটা কি ভয় থেকে?