বিনোদন ডেস্ক:
মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট যেন বিতর্ককে পাশে নিয়েই চলতে চান। সম্প্রতি নিজের স্ত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এ তারকা। আর তাতেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী।
২০২৩ সালের জানুয়ারি মাসে ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করেন কেনি।
অউঠঊজঞওঝঊগঊঘঞ
অসধুরহম ঈড়ড়ষ এধফমবঃংঅসধুরহম ঈড়ড়ষ এধফমবঃং
কিছুদিন আগে বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা।
আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্টও দেন তিনি। ভিডিও দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।
এর আগেও নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখে পড়েছিলেন কেনি ওয়েস্ট।
মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’। নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন।