স্পিকারের সাথে ইউএন ওমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ’র সৌজন্য সাক্ষাৎ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতিসংঘের ওমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শকো ইশিকাওয়া আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস, যুব উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি নারীর ক্ষমতায়নে এবং মানবসম্পদের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, সংসদ সদস্যরাও বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। তারা জলবায়ু পরিবর্তনসহ বিশেষায়িত এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী বলেও জানান স্পিকার। এ সময় স্পীকার নারী সহিংসতা প্রতিরোধে সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজনকে স্বাগত জানান।
শকো ইশিকাওয়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে সেমিনার করার আগ্রহ প্রকাশ করেন।
সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।