স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে

জরুরি বিভাগের সামনে আহাজারি

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৪

সাইফুল ইসলাম :

বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর অনেকে এখনও নিখোঁজ। তাদের খোঁজে স্বজনেরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) জরুরি বিভাগের সামনে ভিড় করছেন। অনেকে তাদের নিখোঁজ স্বজনদের ছবি কর্তব্যরত পুলিশ ও ডাক্তারদের দেখিয়ে খোঁজ জানতে চাইছেন। তবে ডাক্তাররা তাদের অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন।

অনেকে তাদের স্বজনকে খুঁজে না পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছেন, চিৎকার করে কাঁদছেন।


বড় ভাই সাইফুল ইসলামের খোঁজে ঢামেক জরুরি বিভাগে আসা নাঈমুল ইসলাম বলেন, আগুন লাগার পর তার ভাই ফোন করে বলেছিলেন চিন্তা না করতে। এর কিছুক্ষণ পর থেকেই তার ফোন বন্ধ হতে যায়। এখন বার্ন ইউনিট ও জরুরি বিভাগে আহতদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
ঢামেক জরুরি বিভাগের সামনের মেঝেতে বসে আহাজারি করছেন পাপিয়া আক্তার। তার মেয়ে অগ্নিকাণ্ডের সময় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ছিলেন বলে জানিয়েছেন তিনি। কোথাও মেয়ের সন্ধান না পেয়ে এখন জরুরি বিভাগের সামনে আছেন তিনি। ডাক্তাররা তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে বেইলিরোডে অগ্নিকাণ্ডে আহতদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের ঢামেক নতুন ভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জরুরি বিভাগের বাইরে অবস্থানরত পুলিশ ও আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের বাইরে অন্যান্য সমস্যা নিয়ে যারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদের নতুন বিল্ডিং এ যাওয়ার জন্য অনুরোধ করছেন।