স্বাস্থ্যবিধি পরিপালন তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত সরকার ঘোষিত বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়ন স্বাস্থ্যবিধি পরিপালন তদারকিতে নগরীতে অভিযান পরিচালনা করেছে।
কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে আজ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমন্ডি, জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিনি নীলক্ষেত মোড়ের সামনে মাস্ক পরিধান না করা এবং সুনির্দিষ্ট কারণ ব্যতীত ঘুরে বেড়ানোর জন্য মোস্তাক মিয়া নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। এছাড়াও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য এ সময় মাইকিং করা হয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘আজ যেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে, সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধি নিষেধ মেনে চলছে।’