সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী শাহনাজ খুশী

‘মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে- তাও ট্যাহা লাগবো!’

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

টানা চার মাস পর শুটিংয়ে ফিরেই ভয়ংকর সড়ক দুর্ঘটনায় পড়েছেন অভিনেত্রী শাহনাজ খুশী।

শরীরে বড় কোনও আঘাত না লাগলেও, ট্রমার মধ্যে রয়েছেন। তার কানে প্রতিনিয়ত বাজছে কাভার্ডভ্যান চালকের কথা, ‘মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে- তাও ট্যাহা লাগবো!’
গতকাল (১৭ জুলাই) তার স্বামী নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাসের ‘নসু ভিলেন-৩’-এর শুটিংয়ে পূবাইলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে খুশীকে বহনকারী প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। আহত অভিনেত্রী ও তার গাড়িচালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

জানা যায়, চলন্ত কাভার্ডভ্যান একপাশে সজোরে আঘাত করলে দুমড়ে-মুচড়ে যায় এই অভিনেত্রীর গাড়ি। ঘটনাটি ঘটে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন খুশীর স্বামী নাট্যকার বৃন্দাবন দাস।

তিনি বলেন, ‘শুটিংয়ের দ্বিতীয় দিন গতকালের (১৭ জুলাই) ঘটনা এটা। ভ্যানের মূল চালক ঘুমিয়ে ছিল। এটি চালাচ্ছিল হেলপার। তাছাড়া তারা নেশাগ্রস্ত ছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওদের আটক করে।’
শাহনাজ খুশী বলেন, ‘‘তারা (চালক ও হেলপার) খুবই আক্রমণাত্মক। তাদের কিছু কিছু কথা আমি ভুলতে পারছি না। ওরা মানুষ মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। আমি আক্রান্ত হওয়ার কিছুক্ষণ পর পূবাইল পুলিশ, আমার শুটিংয়ের ছেলেরা ও বাসার মানুষ সবাই চলে আসে। একজন ক্ষতিপূরণের কথা বলায় কাভার্ড ড্রাইভার বলে উঠে ‘মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে- তাও ট্যাহা লাগবো! সামনের টেম্পোর ছয় জনরে বাঁচান্যার লাই ২ জনরে মাইরা দেয়া কুনু বিষয় না।’ পুরো ঘটনাটা বড় একটা ট্রমার মতো।’’
জানা যায়, খুশী এখন বাসায় আছেন। আপাতত তার সব শুটিং বাতিল করা হয়েছে।
এদিকে ১৮ জুলাই সকাল থেকে এমন ঘটনা খবরে ও অন্তর্জালে প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন স্তরের শিল্পী-কুশলী ও দর্শকরা। শাহনাজ খুশীর পারিবারিক বন্ধু এবং দেশের অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রতিক্রিয়াটি ছিল চোখে লাগার মতো। তিনি তার ফেসবুক দেয়ালে স্পষ্ট ভাষায় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছেন কর্তৃপক্ষের কাছে।
তিনি বলেন, ‘এরকম অরক্ষিত পথ আমাদের পাড়ি দিতে হয় প্রতিদিন। প্রশ্ন একটাই- অনিরাপদ এই পথের দায় কার? অধিকাংশ ড্রাইভারের এরকম নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো, আইন অমান্য করা, অসচেতনতা এবং দায়িত্ব জ্ঞানহীনতায় প্রতিদিন কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। এভাবে আর কত? এই অমানুষগুলোর শাস্তি কি আমরা আর আশা করবো না! আমি আর কিছু চাই না, শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’


এরপর দুর্ঘটনায় আহত বন্ধু শাহনাজ খুশীকে উদ্দেশ করে এই অভিনেতা বলেন, ‘ভালো থাক খুশী বন্ধু। সাহসগুলো শুধু সঞ্চয়ে রাখ। এবার বেঁচে গেলি। আয়, আমরা সবাই ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য প্রস্তুত হই।’