হংকংয়ে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক কন্‌স্যুলেট প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারবর্গ, শিশু-কিশোর এবং হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. কামরুল হাসান তার বক্তব্যে উপস্থিত সকলকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানান। তিনি বলেন, আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে বাঙালি রচনা করে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন।

তিনি বলেন, জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেরণা কাজে লাগিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।

এরপর কনস্যুলেটের সদস্যবৃন্দসহ হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মারমা, চাকমা, গারো নৃত্যসহ কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

আগত অতিথিদের বাংলা নববর্ষ পালন উপলক্ষ্যে বাঙ্গালীর রসনাবিলাসের অন্যতম অনুষঙ্গ নানা পদের ভর্তা, পিঠা, মিষ্টি ইত্যাদি দিয়ে আপ্যায়ন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।