হজযাত্রীদের কোটি টাকা আত্মসাৎ

১৫ দিনেও গ্রেপ্তার হয়নি হোতা রাজীব

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

প্রতারণার মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলার প্রধান আসামি রাজীব মাহমুদকে পুলিশ ১৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের দাবি, রাজীব বিদেশে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে দুই শতাধিক ওমরা হজযাত্রীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

১ মার্চ ‘প্রতারণা চক্রে’র মূলহোতা রাজীবসহ ১৬ জনের নামে ভুক্তভোগী যাত্রীদের পক্ষে মো. আশরাফুল আলম বিমানবন্দর থানায় মামলা করেন। ভুক্তভোগীরা বলছেন, রাজীব দেশেই আছেন। রাজীবের পরিবারের বরাত দিয়ে মামলার বাদী আশরাফুল আলম বলেন, ‘বাটপার’ রাজীব দেশেই আত্মগোপন করে আছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে না পারায় হতাশায় দিন কাটছে ভুক্তভোগী হজযাত্রীদের।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ভেতরে ‘বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফেলা সার্ভিসেস’-এর মালিক রাজীব অফিস খুলে ওমরা হজযাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেন। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, দুই শতাধিক যাত্রীর কাছ থেকে এ অর্থ নেন তিনি।

এ ব্যপারে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী রাজীব মাহমুদ বিদেশে পালিয়ে গেছেন। মামলা হওয়ার পর থেকে বিমানবন্দরের ওই অফিস তালাবদ্ধ রয়েছে। তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার ১৬ আসামির মধ্যে রাজীবের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলা তদন্ত অব্যাহত আছে।