হঠাৎ কেন বন্যা, সঠিক তথ্য জানতে দুই জেলায় গণশুনানি হবে

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল সেটার সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি শুরু করা হবে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি’র প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, জলবায়ু উন্নয়নসহ বন সংরক্ষণে আর্থিক সহায়তা করবে ইউএনডিপি ও ফ্রান্স। তাদের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে এ ব্যাপারে।