হবিগঞ্জের ডিসি ও দুই জেলার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক এবং চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসিকে প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে ইসি। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। তাকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

পৃথক নির্দেশনায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসি, গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক, চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ওসি প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।