হযরত শাহজালালে মিললো সাড়ে ২৮ কেজি সোনা: আটক ৩

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
রাজধানী ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ২৫ কেজি ও অন্য একটি উড়োজাহাজের তিন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। পৃথক এসব অভিযানে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ও ইকে-৫৮৬ থেকে উদ্ধার হওয়া এ সাড়ে ২৮ কেজি সোনার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। আজ সোমবার (১৭ জুলাই) সকালে বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।


কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস, কাস্টমস গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইটে (নম্বর ইকে-৫৮৪) অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এয়ারক্রাফটের ইকনোমি ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীদের সিট তল্লাশি করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ইকোনোমি ক্লাসের ১২টি সিটের নিচে ৯৮টি নীল স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির বস্তু দেখতে পাওয়া যায়। পাতলা পলিথিলিন মোড়ানো অবস্থায় ২৭ কেজি ৬০০ গ্রাম কাঁচা স্বর্ণের পেস্ট মিলে। কষ্টি পাথর ও এসিড দ্বারা পরীক্ষার পর প্রায় ২৫ পঁচিশ কেজি স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। তল্লাশি অভিযান পরিচালনাকালে জব্দকৃত স্বর্ণ পরিবহনের সঙ্গে কোনো যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


অন্যদিকে একই দিন বিকেলে দুবাই হতে আসা ফ্লাইটে (নম্বর ইকে-৫৮৬) অভিযান চালিয়ে মশিউর রহমান রুবেল, জাহাঙ্গীর আলম ও আকবর হোসেন নামে সন্দেহভাজন ৩ জন যাত্রীকে আটক করা হয়। বোর্ডিং ব্রিজ হতে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হলে তাদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদেরকে এক্স-রে করানো হলে তাদের পায়ুপথে ডিম্বাকৃতির ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। জব্দকৃত সোনার বার ও স্বর্ণালঙ্কারের ওজন ৩ কেজি ৩৩০ গ্রাম। যার বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা। সবমিলিয়ে সাড়ে ২৮ কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে ২৮ কেজি সোনা জব্দ করা হয়েছে। আটক যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ।