হল ছেড়েছেন কুয়েটের কিছু শিক্ষার্থী, নির্দেশ প্রত্যাখ্যান অনেকের

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

খুলনা প্রতিনিধি:

 

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হল ছেড়েছেন কিছু সংখ্যক শিক্ষার্থী। অভিভাবকদের কথামতো বাড়ি চলে যাচ্ছেন তারা।

তবে হলত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল রয়েছেন অনেক শিক্ষার্থী। উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

এছাড়া বুধবার সকাল ১০টার মধ্যে উপাচার্যকে তার বাসভবন খালি করার জন্য আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের দুই গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছিল। এছাড়া একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।