হল থেকে বের করার প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের সাধারণ শিক্ষার্থীদের ‘রাজনৈতিক ট্যাগ’ লাগিয়ে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) বিকেল ৪ টার দিকে আবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত মোড় দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা হলের রাজনৈতিক কক্ষে থাকতেন। বাধ্য হয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যেতে হতো তাদের। এখন কলেজ প্রশাসন থেকে এসব শিক্ষার্থীদের হল থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রিয়াঙ্কা নামের একজন বলেন, ‘আমরা রাজনৈতিক কক্ষে থাকতাম। ছাত্রলীগের নেত্রীরা কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের থেকে টাকা নিতো। রাজনীতি না করলেও আমাদের জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হতো। এখন আমাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হল ছাড়তে বলা হয়েছে। আমারা তো রাজনীতি করিনি। আমাদের কেন হল ছাড়তে হবে?।’