নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শেখ হাসিনা সাড়ে ১১ বছর ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে দলের গডফাদারকে রক্ষা করেছেন। শামীম ওসমান হাজার হাজার কোটি টাকা পাচার করলেও দুদক তাঁর বিরুদ্ধে তদন্ত করেনি। এখনও করছে না– তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪০ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে নারায়ণগঞ্জে বক্তারা এমন মন্তব্য করেছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচি পালন করে। সেখানে ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, দেশের সব হত্যা, গুম, খুন, আয়নাঘরের দায় শেখ হাসিনার। ক্ষমতা নিরঙ্কুশ করতে তিনিই দেশের বিভিন্ন সংস্থা ও দলের মাফিয়াদের ১৫ বছর ব্যবহার করেছেন।
শেখ হাসিনার দেশত্যাগের পর বর্তমান সরকারের সদিচ্ছায় ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে রফিউর রাব্বি বলেন, ‘আমরা জানি না ওসমান পরিবারের খুনি-মাফিয়ারা দেশে আছেন না পালিয়েছেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব তা বের করা, তাদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা। তারা দেশ থেকে পালালে সে দায়ও সংস্থার।’
শামীম ওসমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও দুদক কখনও তাঁর বিরুদ্ধে তদন্ত করেনি বলেও অভিযোগ করেন রাব্বি। তিনি বলেন, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে (শামীম ওসমান) সংবিধান লঙ্ঘন করে দেশের আইনপ্রণেতা হলেও দুদক তা দেখে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দুদকের টনক নড়ে। গত ১৯ জুলাই শামীম ওসমান তাঁর ছেলে, শ্যালক, বেয়াই আত্মীয়স্বজনসহ দুই-তিনশ সশস্ত্র ক্যাডার নিয়ে প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ল। তাদের কেউ গ্রেপ্তার হলো না।
জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন– রথীন চক্রবর্তী, কবি হালিম আজাদ, ধীমান সাহা জুয়েল, তরিকুল সুজন প্রমুখ।