
বিনোদন ডেস্ক :
বেশ কয়েকদিন ধরে আলোচনায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এইতো কয়েকদিন আগেই নিজের নতুন প্রেমের ঘোষণা দিলেন নায়ক। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন, প্রেম ঘোষণার পরেও কেন বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা দেন না আমির খান?
এবার সেই প্রতিক্ষার অবসান ঘটল আমির ভক্তদের। সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বান্ধবী গৌরী স্প্রাটকে নিয়ে হাজির হন আমির খান। সেই অনুষ্ঠান থেকে তাদের দুজনের আন্তরিক কিছু মুহূর্ত ভাইরাল সামাজিক মাধ্যমে।
একটি ভিডিওতে দেখা যায়, আমির খান অনুষ্ঠান মঞ্চে ছবি তোলার আগে গৌরীর দিকে হাত বাড়িয়ে দেন। এরপর, দুইজনেই ক্যামেরায় পোজ দেন। তাদের সঙ্গে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি।
এদিনের অনুষ্ঠানে আমির পরেছিলেন কালো কুর্তা এবং সাদা পায়জামা। সঙ্গে নিয়েছিলেন কালো ও সোনালি রঙের শাল। অন্যদিকে গৌরীর শিফন শাড়িতে ফুলের কারুকার্য করা এবং চোখে চশমা। হালকা সাজে আমিরের বান্ধবীকে দেখাচ্ছিল অনবদ্য।
গত মাসে আমির তার ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। এরপর তাদের একসঙ্গে মুম্বাইয়েও দেখা যায়। এক সাক্ষাৎকারে আমির তার বান্ধবীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে লুকোচুরি চাই না। গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে। আমরা একে অপরকে দীর্ঘ ২৫ বছর চিনি। কিন্তু মাত্র দেড় বছর হলো আমাদের সম্পর্কের।’