নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে মাইক্রোবাসটি ছাই হয়ে গেছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর হানিফ ফ্লাইওভার দিয়ে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল একটি হাইয়েস মাইক্রোবাস। গাড়িটি ফ্লাইওভারে উঠে চলন্ত থাকাবস্থায় হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। তখন আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। এরপর দাউ দাউ করে গাড়িতে লাগা আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, আগুনে পুড়ে গাড়ি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।