হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলে ধাক্কায় লৌহ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

আমিনুল ইসলাম বাবু: 

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল চালক মো. জাবের হোসেন (৪৫) নামে এক লৌহ ব্যবসায়ী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন ও ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

 

প্রত্যক্ষদর্শী পথচারী ইমরান হোসেন বলেন, আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরের দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল ৩টা ৪৭মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি  বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন আরও বলেন, ঘটনার সময় আমিও মোটরসাইকেলে করে হানিফ ফ্লাইওভার দিয়ে  যাত্রাবাড়ি দিকে যাচ্ছিলাম। তখন আমার কিছুদূর আগে ছিলো জাবের হোসেনের মোটরসাইকেলটি ছিলো যাত্রবাড়ীর ধোলাইখালমুখী। সে সময়ে পাশ দিয়ে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল জাবেরের মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই উল্টে পড়ে যায়। এতে জাবের গুরুতর আহত হন। আর ঘাতক মোটরসাইকেলে থাকা ওই চালক পড়ে সামান্য আহত হয়। সে তৎক্ষানিক রাস্তা থেকে উঠে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তখন বিকেল ৩টা ৪৭মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাহিদ হোসেন বলেন, আমরা সংবাদ শুনে হাসপাতালে এসেছি। তিনি বলেন, তার ভাই জাবের লোহার ব্যাবসা করতেন। আর ব্যাবসার কাজে তাগাদায় বের হয়েছিলেন। হয়তো সে সময়ে তিনি বাসায় ফেরার নতুবা তাগাদায় যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়েছেন। তিনি ছিলেন কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার বাসিন্দা সাঈদ হোসেন ও নাজমা খাতুন দম্পতির ছেলে। বর্তমানে ফরিদাবাদ আরসিন গেইট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিউজ পোস্টকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।