হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে হত্যা করল ইসরায়েল

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল জাজিরার।

এরআগে স্থানীয় সময় গতকাল রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন।

হামাসের পক্ষ থেকেও ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ সংক্রান্ত একটি ফুটেজ প্রকাশ করেছে।