হারানো হাজিদের খুঁজছে হজ অফিস

৫ ঘণ্টা পর পেল ধর্মপ্রতিমন্ত্রীকে

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩

চলতি বছর সস্ত্রীক হজে যান কাজী আবুল কাশেম। ২৫ জুন রাতে মিনায় যান তারা। ২৭ জুন পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয় তাদের। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। ২৭ জুন রাতে তার স্ত্রীর খোঁজ মিললেও আজ শুক্রবার সকাল পর্যন্ত আবুল কাশেমের খোঁজ মেলেনি। তার সন্ধান করতে সৌদি আরব হজ অফিস, হজ এজেন্সির সহায়তা চেয়েও এখন পর্যন্ত ব্যর্থ তার পরিবার। এভাবে বাংলাদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন হাজি মিনায় রাস্তা হারিয়ে ফেলে এখনও নিখোঁজ রয়েছেন। একই অবস্থা হয়েছিল গত ২৭ জুন মিনায় হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তার ব্যক্তিগত ফোন হারিয়ে ফেলায় তার সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন। এরপর সৌদি হজ অফিস ও হাবের সহায়তা ৫ ঘণ্টা পর তাকে খুঁজে বের করা হয়।

হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করতে সার্বক্ষণিক কাজ করছে সৌদি হজ অফিস, হজ এজেন্সিগুলো এবং তাদের সংগঠন হাব।

জানতে চাইলে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। তাই এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের আত্মীয় স্বজনদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি জানান, দুই শতাধিক হাজি হারিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে বেশিরভাগ হাজিদের খুঁজে বের করে দুই এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মিলেনি। দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে বলে জানান তিনি।