হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলেন পুলিশ। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৭৯টি মোবাইল উদ্ধার করে পল্টন মডেল থানা পুলিশ।

রোববার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এসব মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পল্টন থানার সেকেন্ড অফিসার মমিনুর রহমান।

এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান, বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকরা সাধারণ ডায়েরির (জিডি) করেন। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে পল্টন থানা পুলিশ হারানো মোবাইলগুলো উদ্ধার করেন। এতে পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি জানান, ইতোপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক ১৫০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।