ক্রীড়া ডেস্ক:
হানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। আগের ১২ ম্যাচে হার ছিল মাত্র একটি। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল।
রোববার রাতের ম্যাচে ওই বার্সাকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। ইনজুরির কারণে ম্যাচে ছিলেন না বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এতেই যেন অচেনা দল হয়ে পড়ে কাতালানরা।
ম্যাচ শেষে বার্সার জার্মান কোচ দিয়েছেন আরও বড় দুঃসংবাদ। বড় রকমের ইনজুরিতে পড়েছেন দলটির ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল।
বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, গোড়ালির ইনজুরিতে পড়েছেন লামিনে ইয়ামাল। কালশিটে পড়ে গেছে আঘাত প্রাপ্ত স্থানে। তার সেরে ওঠার পক্রিয়া চলছে। তবে কবে মাঠে ফিরতে পারবেন না নিশ্চিত নয়।
ম্যাচ শেষে কোচ ফ্লিক বলেছেন, ‘জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ফিরতে পারবে কিনা। এখনো কিছুই পরিষ্কার নয়। আমরা তার বিষয়ে জানতে পারলেই তা ভক্তদের জানিয়ে দেব।’ স্পেন জাতীয় দলের কোচকেও লামিনের ইনজুরির বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন।