হাসপাতালে ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল: সমাবেশে আমান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
হাসপাতালে প্রধানমন্ত্রীর ফলের ঝুড়ি পাঠানো প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেছেন, ‘ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা।’ তিনি বলেন, ‘এসব নাটক করে লাভ নেই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এক দফা দাবিতে রাজপথে নেমেছি, প্রয়োজনে রাস্তায় পড়ে মরে যাবো। আপনারা রাজপথে নামুন। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমরা তারেক রহমানকে বিজয়ী ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরবো।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলনে কোনও কর্মী মারা গেলে মামলার প্রধান আসামী করা হবে শেখ হাসিনাকে এবং দ্বিতীয় আসামী করা হবে ওবায়দুল কাদেরকে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় জনসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
প্রতিবাদী জনসমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ।