হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সেজাল শর্মা আর নেই। আনন্দবাজার পত্রিকা জানায়, তরুণ এই তারকা আত্মহত্যা করেছেন।
‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র ছিলেন তিনি। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সেজাল আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিশের।
সংবাদমাধ্যমকে আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন সেজালের সহ-অভিনেতা অরু কে ভার্মা। তিনিও ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালেই অভিনয় করেন।
সেজালের মৃত্যু সংবাদ নিয়ে তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘হ্যাঁ, এটা সত্যি। এই খবর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রবিবার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।’’
সেজালের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে।
যদিও সেজাল কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
এই অভিনেত্রীর বাড়ি রাজস্থানের উদয়পুরে। ২০১৭ সালে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে টেলিভিশনের নিজের অবস্থান পাকা করেন।
জানা গেছে, শেষকৃত্যের জন্য সেজাল শর্মার পরিবারের সদস্যরা মৃতদেহ উদয়পুর নিয়ে গেছেন। এ ঘটনায় অনেকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।