আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণে অন্তত ৭৪ জনের প্রাণহানি ঘটনার ঘটেছে। এখনো ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কর্মীরা। শিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাজ্যটিতে অন্তত ১০ হাজার কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
ভারী বর্ষণের ফলে ভূমিধস এবং বন্যায় এসব প্রাণ হানি ঘটেছে। শিমলায় এ পর্যন্ত তিনটি বড় ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। বর্ষা শুরু হওয়ার পর ৫৫ দিনেই ১১৩টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে রাজ্যটিতে।
শিমলার সামার হিলে রেললাইনের একটি অংশ ভেসে গেছে, ট্র্যাকগুলি বাতাসে ঝুলছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্র্নিমাণ এখন পাহাড়সম চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবেই ভঙ্গুর হিমালয়ে অবৈজ্ঞানিক নির্মাণ, বনভূমি হ্রাস এবং জলপ্রবাহকে বাধা দেয় এমন নির্মাণের কারণে ঘন ঘন ভূমিধস হয়।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শিমলা, সোলান, মান্ডি, চাম্বা এবং পার্শ্ববর্তী এলাকায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রোববার থেকে শুরু করে টানা তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। মঙ্গলবারের পর বৃষ্টি কমেছে এবং বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।
২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে।