হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪

আফরিন আক্তারঃ 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন পলাতক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।মঙ্গলবার (৯ এপ্রিল) এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এটিইউর একটি দল আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মো. আশিকুর রহমান ওরফে ধ্রুবকে (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আশিকুর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেপ্তার আশিকুর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় ২০১৩ সালে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারনামীয় আসামি। তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ ছাড়া পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আশিকুর দীর্ঘ ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। এন্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক দীর্ঘদিন ধরে পলাতক আশিকুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।