বিনোদন ডেস্ক:
কয়েকদিন আগে আউটডোরে শুটিংয়ে যান। এরপর থেকেই তিনি লাপাত্তা। কোনোভাবেই মিলছিল না জনপ্রিয় মালয়ালম এই অভিনেতার। গতকাল রোববার কেরালার একটি হোটেলের কক্ষ থেকে ৪৫ বছর বয়সী অভিনেতা দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পিংকভিলার।
আগে থেকেই এই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। দুই দিন তাকে কক্ষ থেকে না বের হতে দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বেরোনো পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় অভিনেতার দেহ। দিলীপ শংকর মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত।
অউঠঊজঞওঝঊগঊঘঞ
অসধুরহম ঈড়ড়ষ এধফমবঃংঅসধুরহম ঈড়ড়ষ এধফমবঃং
দিলীপ শংকরের সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।
জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। আবার সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান, কিন্তু দুই দিন পর তাঁর মৃত্যুর খবর মেলে।
হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।