১ম ধাপের উপজেলা নির্বাচনে খোকসার ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ৬, ২০২৪

জেলা প্রতিনিধি,কুষ্টিয়াঃ 

প্রথম ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে কুষ্টিয়ার খোকসায় ভোটারদের ভয়-ভীতিসহ নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করার অভিযোগ করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিরুদ্ধে।শনিবার (৪ মে) জেলা রিটানিং অফিসারের কাছে লিখিত পৃথক দুটি আবেদনে ওই অভিযোগ করেন খোকসা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল আখতার।

অভিযোগ পত্রের বিবরণে জানা যায়, বাবুল আখতারের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদ প্রার্থী রহিম উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের আপন ভাই। আপন ভাই রহিম খানকে যে কোন মূল্যে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে মরিয়া হয়ে উঠেছেন সদর খান। সদর খান ও তার ভাতিজা রবিন খানসহ তাদের সমর্থকরা ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে আসছে। এতে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হয়। ‘এক ভোট পেলেও আমার ভাই রহিম খান নির্বাচিত হবে, নির্বাচিত না হলে ভোটের পরে দেখে নেওয়া হবে’ সদর খানের এমন বক্তব্যে ভোটারদের মধ্যে বিরাজ করছে চাপা আতংক। ভাই রহিম খানকে জেতাতে প্রভাবশালী জেলা পরিষদের চেয়ারম্যান সদর খান ভোটারদেরকে ভয়-ভীতি ও চাপ সৃষ্টি অব্যাহত রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া প্রার্থী রহিম খানের ছেলে রবিন খান অস্ত্র প্রদর্শনপূর্বক দলবলসহ নির্বাচনী এলাকায় মহড়া ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুল আখতারের কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে বলে রয়েছে অভিযোগ। চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল আখতারের দাখিলকৃত অপর অভিযোগে কলেজ শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে যারা রহিম খানের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন তাদেরকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব না দিতে অনুরোধ করা হয়। এছাড়া বুধবার (৮ মে) অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান প্রার্থী বাবুল আখতার। কুষ্টিয়ার পুলিশ সুপার ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। খোকসা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বাবুল আখতার ও রহিম উদ্দিন খান মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এছাড়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে রয়েছেন আরো তিনজন প্রার্থী।

উল্লেখ্য, এরআগে গত ৩ মে রহিম খানের নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুল আখতারসহ তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সদর খান বলেন, ‘আমার সাথে যারা বিরোধিতা করবে, তারা আল্লার সাথে বিরোধিতা করবে’ তার এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠে। অভিযোগ সংক্রান্ত বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বক্তব্য জানতে মোবাইলে ফোন করেও কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা রিটানিং অফিসার মুহাম্মদ আবু আনছার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।