
নিজেস্ব প্রতিবেদক:
সরকারি উদ্যোগে নিউবর্ন হাব ও শরিয়াহভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার গড়ে তোলাসহ ১২ এপ্রিলকে জাতীয় পথনবজাতক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে শনিবার র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব এ দাবি জানান।
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিতে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক পরিচালক প্রফেসর ডা. সুফিয়া খাতুন, স্কিল ল্যাব সাব-কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. আহমেদ মুর্তজা, ইঞ্জিনিয়ার উমাশাহ উমায়ুন মনি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
লিডো’র সভা, মোবাইল ক্লিনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পথশিশুদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার লিডো পিচ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমরান খান, একমাত্রা সোসাইটির নির্বাহী পরিচালক সুভাশিষ রায় ও কো-ফাউন্ডার হিরোকি ওয়াতানাবে, লিড’ন প্রতিষ্ঠাতা সদস্য হেলাল উদ্দিন লিটন প্রমুখ।
দিবসটি উপলক্ষে খাবার বিতরণের পাশাপাশি লিডো এর কর্ম এলাকা কমলাপুর এবং পিচ হোম-এ মোবাইল ক্লিনিক ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে শতাধিক শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। পরে পিস হোমের শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশু ও অতিথিদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।