১৭তম বিবাহবার্ষিকীতে মেয়েসহ এক ফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

বিনোদন ডেস্ক রিপোর্টঃ 

বলিউডের অন্যতম তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে চমকে দিলেন ভক্তদের। শনিবার ১৭তম বিবাহবার্ষিকীতে মেয়ে আরাধ্যাসহ এক ফ্রেমে ধরা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ছিল অভিষেক-ঐশ্বরিয়ার ১৭তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। এদিন সাবেক বিশ্বসুন্দরী ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ দিয়েছেন অভিষেক। আর ছবিটি তুলেছেন বচ্চন বধু ঐশ্বরিয়া।

অ্যাশের পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিকে অভিষেক-ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ নেটপাড়া। আরাধ্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।এদিকে ঐশ্বরিয়ার পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার।