ডেস্ক রিপোর্ট:
প্রতিবছর বিশ্বের সেরা বিমানবন্দরের র্যাংকিং প্রকাশ করে থাকে এয়ার হেল্প। চলতি বছর বিশ্বব্যাপী ৪ হাজারের বেশি বিমানবন্দরের ডাটা বিশ্লেষণ করে তালিকা তৈরি করেছে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী পরিষেবার মান বিশেষ করে ফ্লাইট বাতিল, দেরি করা, লাগেজ হারানো ইত্যাদি বিষয় বিবেচনা করে প্রতি বছর সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকা প্রকাশ করে থাকে এয়ার হেল্প।
এছাড়াও প্রতিটি বিমানবন্দরের সময়মত কর্মক্ষমতাকেও বিবেচনা করা হয়। এর মধ্যে বিমানবন্দর নেভিগেশন, খাবার ও কেনাকাটার বিকল্প সম্পর্কে গ্রাহকদের প্রতিক্রিয়াও জড়িত। চলতি বছরের জরিপটি ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত ডেটা এবং ১৫ হাজার ৮০০ জনের বেশি যাত্রীর প্রতিক্রিয়ার ভিত্তিতে করা হয়েছে।
এয়ার হেল্পের রিপোর্ট অনুসারে, দশের মধ্যে ৮.৫৪ রেটিং পেয়ে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পেয়েছে ওমানের মাস্কট ইন্টারন্যাশনাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিলের রেসিফ গুয়াররাপেস আন্তর্জাতিক বিমানবন্দর (৮.৪৯) এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর (৮.৪৮)।
জাপান ও ব্রাজিল সাধারণত বিমানবন্দ পরিষেবায় সবসময় প্রথম সারিতে থাকে। বিশ্বের সেরা ১০টির মধ্যেই তিনটিই দুই দেশের।
তবে বিশ্বের সেরা ৫০ বিমানবন্দরের তালিকায় যুক্তরাষ্ট্রের মাত্র ৩টি রয়েছে— মিনিয়াপলিস সেন্ট পল ইন্টারন্যাশনাল (১৩), সিয়াটল-টাকোমা ইন্টারন্যাশনাল (৩৪) ও ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্ট ওয়েন কাউন্টি (৩৮)।
এয়ারহেল্প জরিপ অনুসারে, ইউরোপীয় বিমানবন্দরগুলোর ফলাফল খুব বেশি ভালো হয়নি। শীর্ষ ৫০টি বিমানবন্দরের মধ্যে ইউরোপের মাত্র ৯টি স্থান পেয়েছে। আর ইউরোপের সেরা বিমান বন্দরের তকমা পেয়েছে উত্তর স্পেনের বিলবাও বিমানবন্দর।
বিশ্বের সেরা দশটি বিমানবন্দর
১. মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান (এমসিটি)
২. রেসিফ/গুয়াররাপেস-গিলবার্তো ফ্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল (আরইসি)
৩. কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ আফ্রিকা (সিপিটি)
৪. ব্রাসিলিয়া-প্রেসিডেন্ট জুসেলিনো কুবিতশেক আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল (বিএসবি)
৫. দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার (ডিওএইচ)
৬. ওসাকা ইতামি আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান (আইটিএম)
৭. বেলেম/ভাল-ডি-ক্যানস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল (বিইএল)
৮. বেলো হরিজন্টে ট্যানক্রেডো নেভেস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল (সিএনএফ)
৯. টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান (এনআরটি)
১০. আমামি বিমানবন্দর, জাপান (এএসজে)
বিশ্বের সবচেয়ে বাজে দশটি বিমানবন্দর
১. বানজারমাসিন শ্যামসুদিন নূর আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া (বিডিজে)
২. মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর (এমএলএ)
৩. লন্ডন গ্যাটউইক বিমানবন্দর, ইউকে (এলজিডব্লিউ)
৪. লিসবন হাম্বারতো ডেলগাডো বিমানবন্দর, পর্তুগাল (এলআইএস)
৫. বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দর (বিইজি)
৬. ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর, বালি (ডিপিএস)
৭. টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর (ওয়াইওয়াইজেড)
৮. সোফিয়া বিমানবন্দর, বুলগেরিয়া (এসওএফ)
৯. মার্সেই প্রোভেন্স বিমানবন্দর, ফ্রান্স (এমআরএস)
১০. হালিম পেরদানাকুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া (এইচএলপি)