২০২৪-এ কোন ধরনের সিনেমা বেশি আয় করেছে?

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বিনোদন ডেস্ক :

হিন্দি চলচ্চিত্র জগতের জন্য ২০২৪ আকর্ষণীয় একটি বছর হিসেবে প্রমাণিত হয়েছিল। ছোট বাজেট নিয়ে তৈরি করা সিনেমাগুলিও বেশ ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। শুধু তাই নয়, কিছু সিনেমা পুনরায় মুক্তিও পেয়েছিল বিদায়ী বছরে।

মহামারির পর থেকে চলচ্চিত্র জগতের যেমন টালমাটাল অবস্থা চলছিল, সেই অবস্থার কিছুটা উন্নতি ঘটেছিল ২০২৪ সালে। শুরু থেকে শেষ, বক্স অফিসে কোন সিনেমা কেমন চলল, কম বাজেটের সিনেমা হয়েও কোন সিনেমাগুলো যাদুর মতো সফল হলো, তা জানালেন বিশেষজ্ঞরা।

বাণিজ্য বিশ্লেষক তরুন আদর্শ জানান, ২০২৪ শুরু হয়েছিল কিছুটা ঝোঁকের সাথে। ‘ফাইটার’ সিনেমা থেকে যতটা আশা করা হয়েছিল, তার বিন্দুমাত্র মাত্র পূরণ করতে পারেনি ‘ফাইটার’। বছরের শেষেও মুক্তিপ্রাপ্ত ‘বেবি জন’ এর ঠিক একই অবস্থা হয়েছিল। দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি।

সেই বিশেষজ্ঞ আরও জানান, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর টু’, ‘অ্যানিম্যাল’ যে ব্যবসা করেছিল, ২০২৪ সালের প্রথম দিকে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি কোনো সিনেমা। মাল্টিস্টার অভিনীত সিনেমা হওয়া সত্ত্বেও ‘সিংহাম অ্যাগেইন’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘ময়দান’, এই সিনেমাগুলি একদম চলেনি বক্স অফিসে।

পরিচালক আদিত্য সরপোদ্দার বলেন, ‘২০২৪ সালে কম বাজেটের সিনেমাগুলি বেশি ভালো ব্যবসা করতে পেরেছে। আগে হরর সিনেমা একদমই চলত না কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এর প্রধান কারণ হলো, এখন ভূতের সিনেমায় কমেডির প্রাধান্য লক্ষ্য করা যায়। ‘মুঞ্জা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’ যে বাজেট নিয়ে তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি উপার্জন করেছে বক্স অফিস থেকে।

প্রসঙ্গত, ২০২৪ শুধু নতুনদের স্বাগত জানিয়েছে তা নয়, বহু বছরের পুরোনো কিছু সিনেমাকেও আবার ফিরিয়ে দিয়েছে দর্শকদের কাছে। ‘তুম্বাদ’, ‘করণ অর্জুন’, ‘কাল হো না হো’-এর মতো সিনেমাগুলি পুনরায় মুক্তি পাওয়ার ফলে দর্শকদের মধ্যে নস্টালজিক মনোভাব তৈরি হয়েছে।