ক্রীড়া ডেস্ক:
গত বছর জমকালো অনুষ্ঠান করে লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছিল। শুরুর তারিখও ঘোষণা করা হয়। সব আয়োজন করেও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তৎকালীন কমিটি। কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের সব দায়িত্ব নিয়েছিলেন।
নানা কারণে ওমেন্স সুপার লিগ না হওয়ায় সমালোচিত হতে হয়েছিল বাফুফে কর্তাদের। নির্বাচিত হওয়ার পর গতকাল নির্বাহী কমিটির প্রথম সভা শেষে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ২০২৫ সালে ওমেন্স সুপার লিগ আয়োজন করবেন। মার্কেটিং ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পাওয়া ফাহাদ করিম বলেন, ‘আজকে প্রথম দিন ছিল বলে আলাপ করিনি (নারী ফ্র্যাঞ্চাইজি)। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই হওয়া উচিত। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আগামী বছর থেকে এই টুর্নামেন্ট হবে, ইনশাআল্লাহ। হয়তো পরের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করব। এখন তো মার্কেটিংয়ের দায়িত্ব পেয়েছি, তাই আমার পুরো পরিকল্পনায় ওটা (মেয়েদের ফ্র্যাঞ্চাইজি) ভালো একটা অবস্থানে থাকবে।’
কাজী সালাউদ্দিনের সময়কালে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের কর্ণধার ফাহাদ করিম। আগামীতে জাতীয় দলকে নিয়ে টুর্নামেন্ট করার বিষয়টি ছেড়ে দিয়েছেন নির্বাহী কমিটির ওপর, ‘আমি এর আগে যেসব আন্তর্জাতিক টুর্নামেন্টে কাজ করেছি, সেগুলো সব আয়োজন করেছে বাফুফে। ফেডারেশন করতে চেয়েছে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছি। এখন নির্বাহী কমিটির সিদ্ধান্ত হবে, আসলে আমরা কী কী করতে চাই। ওই পরিকল্পনা যখন করা হবে, তখন আমি আপনাকে বলতে পারব আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট আবারও করব কিনা। আজকে (শনিবার) আমরা ২০২৫ সালে পুরুষ ও নারী ফুটবল দলের ক্যালেন্ডার দেখেছি। অনেক খেলা আছে। বলতে পারেন ব্যস্ত শিডিউল। এর বাইরে কী করা হবে, এটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’