২১ আগস্টে নিহতদের স্মরণে বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ভয়াল গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউস্থ অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।


আজ সোমবার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

একই সাথে স্মরণ করছেন ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়া, মহান মুক্তিযুদ্ধে ঢাকা উত্তর মুক্তিযোদ্ধা দলের গ্রুপ কমান্ডার, বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিঁয়াজো কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ বজলুর রহমান সাহেবকে। মহান সৃষ্টিকর্তা নিকট তাদের আত্মার চিরশান্তি কামনা করছি।
উল্লেখ্য যে, মোঃ বজলুর রহমান সাহেব ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় ২৭টি স্প্লিন্টারবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করে সুস্থতা লাভ করেন, সবগুলো স্প্লিন্টার অপসারিত করতে না পারায় প্রায়শই তিনি ব্যথার যন্ত্রনা ভোগ করতেন।

বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু সৈনিক লীগ।