২১ এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বঙ্গবন্ধু পেশাজীবী লীগের বিনম্র শ্রদ্ধা নিবেদন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জাহাঙ্গীর আলম মিয়া :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাএলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ এর নেতৃত্বে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদনে এই সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, ঢাকা বিভাগের সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুর ইসলাম, কেন্দ্রীয় দপ্তর প্রকৌশলী মো. মাসুম জাহিদ মাসুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সন্মানিত সহ সম্পাদক মো. জুলহাস প্রধান,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সন্মানিত সদস্য জনাব মো. আব্দুল আজিজ, কৃষিবিদ হাসান রুহি, ডা: মথিশ চন্দ্র, শেখ জামাল উদ্দিন, মো. আরিফ হোসেন, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো: সোহেল মিয়া, ঢাকা জেলা উওর এর আহবায়ক মো. আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মো. মাহবুবুর রহমান জাকির, সদস্য সচিব শেখ মোকসেদুল ইসলাম নয়ন, যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মো. আমির হোসেন, মোরসালিনা আক্তার, মো. আফজাল চৌধুরী, মো. হান্নান, মো: রাজু সহ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয়, ঢাকা বিভাগ, ঢাকা মহানগর ও ঢাকা জেলার শতাধিক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।