২৫ এ চোখ থাকবে যেসব সিনেমায়

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

বিনোদন ডেস্ক:

গেল বছর ঘোষণা এসেছে, শুটিংও শেষ কয়েকটি সিনেমার। আবার কয়েকটির শুটিং চলমান। ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা এমন কয়েকটি সিনেমার জন্য দর্শক অপেক্ষা করছেন। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা নিয়েই এই আয়োজন

শাকিব খানের বরবাদ ও তাণ্ডব
শাকিব খান মানেই এখন ভিন্ন কিছু। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আছে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়কের ‘বরবাদ’ সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো পর্দায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও আছেন যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। এ ছাড়াও শাকিব খানের রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ নামে আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি মুক্তি পাবে ঈদুল আজহায়। তবে এই ছবির এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুরু হয়নি শুটিংও।

সিয়াম-বুবলীদের জংলি
গেল বছরের অন্যতম আগ্রহ ছিল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি নিয়ে। ২০২৪ সালে মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

নিশো-তমাদের দাগি
শিহাব শাহীন পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশ্রণে ‘দাগি’ সিনেমাটি নির্মিত হচ্ছে। ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

শুভর নীলচক্র, নূর ও ঠিকানা বাংলাদেশ
নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অপরাধ ঘরানার সিনেমায় আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। এই প্রথমবার তাঁকে কোনো সিনেমায় দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবিসহ অনেকেই। শুভ অভিনীত আরেকটি সিনেমা হলো ‘নূর’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় পুরোপুরি শেষ। অজ্ঞাত কারণে আটকে রয়েছে ছবিটি। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঐশী। চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। শুভর আরও একটি ছবি এ বছর মুক্তি পাবে। সেটি হচ্ছে ‘ঠিকানা বাংলাদেশ’। অনম বিশ্বাস পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদসহ অনেকেই।

মেহজাবীনের সাবা
২০২৫ সালে মুক্তি পাবে মেহজাবীন চৌধুরী অভিনীত মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা। মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সিনেমা ‘সাবা’র জন্য অপেক্ষা থাকবে দর্শকদের মধ্যে।

রাজের কবি
গেল বছর শুটিং শুরু হয় শরিফুল রাজ অভিনীত ‘কবি’ সিনেমাটির। নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানিয়েছিলেন সে বছরই কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি। সে লক্ষ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করা হয়। ফার্স্টলুক ব্যতিক্রম হওয়ায় ছবিটির প্রতি আগ্রহ জাগে দর্শকদের। নানা কারণে শুটিং শেষ করতে না পারায় সে বছর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সব জটিলতা কাটিয়ে এ বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে রাজের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল।

পিনিক ও টগর
গেল বছর একেবারে শেষ সময়ে এসে পিনিক নামে একটি ছবির ঘোষণা দেন আদর আজাদ। লুক পোস্টার ছেড়ে জানিয়ে দেন আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে আদরের বিপরীতে আছেন শবনম বুবলী। এ ছবি ছাড়াও টগর নামে আরও একটি ছবির ঘোষণা দিয়েছেন আদর। নতুন বছরের শুরুতেই ফার্স্টলুক টিজার প্রকাশ করে জানিয়ে দেন নতুন বছরে টগর হবে মারকাটারি অ্যাকশনের সিনেমা। অলক হাসান পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন প্রার্থনা ফারদিন দীঘি।

বাঁধনের এশা মার্ডার
গেল বছর রোজার ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার– কর্মফল’। ঈদের ঠিক আগে আগে টিজারও প্রকাশ পেয়েছিল। টিজারে আজমেরী হক বাঁধনের উপস্থিতি দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। সেই টিজারেও জানানো হয়েছিল, রোজার ঈদে নয়, কোরবানির ঈদে মুক্তি পাবে। কিন্তু না, ছবিটি আর মুক্তি পায়নি। নির্মাতা জানিয়েছেন চলতি বছর পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এনে মুক্তির তারিখ জানানো হবে।