ক্রীড়া ডেস্ক :
মুলতানের স্পিন-স্বর্গে ওয়েস্ট ইন্ডিজের জয়ের দারুণ সম্ভাবনা জেগেছিল টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষেই। তৃতীয় দিনে সফরকারীদের দরকার ছিল আর ৬ উইকেট। অন্যদিকে, সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১৭৮ রান। ক্যারিবীয় বোলারদের তোপে আজ প্রথম সেশনেই মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক পাকিস্তানের লড়াই।
স্পিন-স্বর্গে ২৫৪ রানের চালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ৭৬ রান নিয়ে। আজ তৃতীয় দিনে দলীয় ১৩৩ রানেই গুটিয়ে গেছে শান মাসুদের দল। ১২০ রানের জয়ে দুই ম্যাচ সিরিজে সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের মাটিতে এ নিয়ে কেবল পাঁচটি টেস্ট জিতেছে ক্যারিবীয়রা। যার সর্বশেষটি সেই ১৯৯০ সালের নভেম্বরে ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে, দলে ছিলেন তখন গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ইয়ান বিশপরা। চলতি টেস্টের কেমার রোচ ছাড়া উইন্ডিজের বাকিদের কারও তখন জন্মই হয়নি।
বিস্তারিত আসছে…