৩৯তম (বিশেষ) বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে আরও ১৮ জন চিকিৎসককে সহকারী সার্জন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে তিন দফায় ৪ হাজার ৬২৯ জনকে নিয়োগ দেয়া হল।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করেছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রেক্ষিতে স্বাস্থ্য ক্যাডারে গত বছরের ১৯ নভেম্বর ৪ হাজার ৪৪৩ জন, একই বছরের ৮ ডিসেম্বর ১৬৮ জন চিকিৎসককে নিয়োগ দেয় সরকার।
জারিকৃত আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।
এ ছাড়া তিনি যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তাহলে এ নিয়োগপত্র বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।